Site icon মুক্তিপত্র

২০১৯ বর্ষশেষ আয় ব্যয়ের হিসেব

নতুন দশকের নতুন বছরের নতুন দিনে সবাইকে শুভেচ্ছা।
আশা করি সবাই ভালো আছেন।

আপনারা সকলেই হয়তো অবগত আছেন যে, আজকে থেকে প্রায় তিন মাস আগে মুক্তিফোরাম সাংগঠনিকভাবে তাদের কার্যক্রম শুরু করে। আর এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে নানা ভাবে আমরা মুক্তিফোরামকে সহযোগিতা করে এসেছি। আমাদের সকলের শারীরিক, মানসিক ও আর্থিক সহযোগিতায়ই মুক্তিফোরাম আজকের এই অবস্থানে পৌছতে পেরেছে।

কার্যক্রম চালিয়ে নিতে মুক্তিফোরাম এ পর্যন্ত তিনটি সফল অনুষ্ঠানের আয়োজন করেছে। এইসব অনুষ্ঠানগুলো সফল করতে আপনারা যারা আর্থিকভাবে মুক্তিফোরামকে সহযোগিতা করে আসেছেন তাদের সামনে আজকে আমরা অর্থকড়ির হিসাব নিকাশ উপস্থাপন করছি।

প্রথমত নভেম্বরের শুরু থেকে ডোনেশন নেওয়া শুরু করে আমরা গতবছরের শেষ দিন পর্যন্ত অর্থাৎ ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত বিকাশের মাধ্যমে টোটাল ১৫,২৫৩ টাকা উঠে। এবং বিকাশ ক্যাশ আউট করা হয় টোটাল ১০,৯৭০ টাকা।

এর মধ্যে বিভিন্ন ইভেন্টে মুক্তিফোরামের নির্বাহী সদস্যরা হান্ড ক্যাশের মাধ্যমেও ডোনেট করে যা আমি এক্সেল শীটে যোগ করে দেয়েছি।

তিনটা ইভেন্টের মোট খরচের হিসাব:

যুক্তিতর্ক কর্মশালা (ঢাকা কলেজ) = ৩,১৩৪ টাকা
মুক্তিপদক (সায়ান) = ৫,০৬৬ টাকা
নবীন ফোরামের উদ্বোধনী সভা = ৬,৫০০ টাকা
টোটাল ইভেন্ট খরচ = ১৪,৭০০ টাকা

এসব খরচে বিকাশ থেকে দেওয়া হয়েছে টোটাল ১০,৯৭০ টাকা

এবং বিভিন্ন ইভেন্টে মুক্তিফোরামের নির্বাহী সদস্যারা উপস্থিত হ্যান্ড ক্যাশ উঠেছে টোটাল ১৯০০ টাকা। বাকি ১৮৩০ টাকা অনুপম ভাই বিভিন্ন সময়ে দিয়েছেন।

এ পর্যন্ত সব মিলিয়ে ডোনেশন উঠেছিল সর্বমোট = ১৭,১৫৩+১৮৩০ টাকা

এবং খরচ হয়েছে সর্বমোট = ১৪,৭০০ টাকা

সর্বশেষ সব হিসাব নিকাশ করে বর্তামনে আমাদের মুক্তিফোরামের বিকাশ একাউন্টে জমা আছে = ৪৩১৪ টাকা

মারুফ আহমাদ
ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক
মুক্তিফোরাম

যেকোন সাংগঠনিক প্রশ্ন বা হিসাব সংক্রান্ত জবাবদিহীতা চাইতে যোগাযোগ করুনঃ maruf@bn.muktiforum.org

Exit mobile version