Site icon মুক্তিপত্র

করোনা ভাইরাস: কারা আছেন বেশি ঝুঁকিতে?

করোনা ভাইরাস বা কোভিড-১৯ নিয়ে কমবেশী আতঙ্কিত আছেন সবাই। কেউ কেউ নিজেকে এই মহামারী থেকে রক্ষার জন্য নিচ্ছেন পদক্ষেপ, আবার অনেকের পক্ষে চাইলেও কিছু সম্ভব হচ্ছে না করা। শুরু থেকেই আমরা দেখতে পেয়েছি করোনা মোকাবেলায় বাংলাদেশের ভূমিকা ছিল বেশ উদাসীন, আর এ কারনেই দিনকে দিন বাংলাদেশের মানুষের আক্রান্ত হবার ঝুকি বেড়েই চলেছে। তবে যেমন ভাবে খারাপের  মাঝে কিছু অংশ খুব বেশী খারাপ থাকে, ঠিক তেমনিভাবে বাংলাদেশের জনগনের মাঝে, কিছু মানুষ রয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হবার সর্বোচ্চ ঝুকিতে, যাদের হয়তোবা আমরা দেখেও না দেখার ভান করছি। চলুন আপনাদের আরেকবার মনে করিয়ে দেই এই মানুষগুলো কারা। এবং তার আগে আরেকবার মনে করিয়ে দেই করোনা ভাইরাসের সংক্রমন হয় কিভাবে।

কিভাবে ছড়ায় করোনা ভাইরাস?

এবার চলুন বলি তাদের কথা যারা আমাদের দেশে এ মূহুর্তে সবচেয়ে বেশি এ ভাইরাসটির সংক্রমনের ঝুকিতে রয়েছে।

পরিছন্নতাকর্মী এবং মেথরেরা

গার্মেন্টস কর্মী

বস্তিতে বসবাসকারীরা এবং গৃহহীন মানুষ

রিকশাওয়ালা

সাংবাদিক এবং নিরাপত্তা রক্ষীরা

ডাক্তার এবং হাসপাতালের কর্মীরা

তথ্যসূত্রঃ

১) https://www.thedailystar.net/star-weekend/labour-rights/news/pulling-the-weight-the-world-1698940

২) https://www.thedailystar.net/star-weekend/labour-rights/news/unheard-unseen-unrecognised-the-plight-dhakas-waste-collectors-1689025

৩) https://www.dhakatribune.com/bangladesh/dhaka/2017/11/27/garbage-collecting-children-sdgs

৪) https://en.prothomalo.com/bangladesh/5m-homeless-74-pc-of-the-population-live-in-mud

৫) https://bdnews24.com/bangladesh/2015/06/29/number-of-slum-dwellers-in-bangladesh-increases-by-60.43-percent-in-17-years

Exit mobile version