Site icon মুক্তিপত্র

এম ওয়ান কর্বাইন রাইফেল হতে নয়বার করা গুলি বনাম একজন বিপ্লবীর আদর্শ

তোমরা তাঁকে বল আর্জেন্টাইন সন্ত্রাসী ,
আমরা তাঁকে বলি বিপ্লবের প্রতীক, গেরিলা লিডার।

বিপ্লবী ‘চে’ কে বলিভিয়ায় হত্যা করা হয় ৯ অক্টোবর ১৯৬৭ সালের আজকের দিনে।

একজন কমরেডের মৃতদেহও কতটা ভয়াবহ হতে পারে সেটা পুঁজিবাদীরা জানত তাই চে এর লাশটাও সেদিন গুম করে ফেলিছিল তারা।

মার্কিনীদের মদদপুষ্ট বলিভিয়ান সেনারা থার্টি ক্যালিবার এম ওয়ান কার্বাইন রাইফেল দিয়ে খুব কাছে দাঁড়িয়ে পাঁচ বার তার পাঁয়ে, একবার তার ডান কাঁধে, একবার তার হাতে, একবার তার বুকে এবং একবার তার গলায় মোট নয়বার গুলি ছুঁড়ে। পুঁজিবাদীদের থার্টি কার্বাইনের বুলেট গুলো সেদিন শুধুমাত্র এই বিপ্লবী গেরিলা লিডারের দেহটাই পৃথিবী হতে কেড়ে নিতে পেরেছিল আদর্শ নয়।

লাল সালাম কমরেড আর্নেস্ত চে গুয়েভারা।

চাটুকারেরা বেঁচে থেকেও হারিয়ে যাবে ইতিহাসের আস্তাকুঁড়ে…
বিপ্লবীরা মৃত্যুর পরেও বেঁচে থাকবে সম অধিকার আর শোষন-বঞ্চনাহীন সমাজের দাবীতে মুক্তিকামী মানুষের মিছিলের স্লোগানে…

লেখাঃ Rai Han

Exit mobile version