জাহাঙ্গীরনগরে চলমান আন্দোলনে অংশগ্রহণকারীদের সাথে মুক্তিসংলাপ আয়োজন করে মুক্তিফোরাম। আলোচনাটি জাবি থেকে সরাসরি সম্প্রচার করা হয় মুক্তিফোরামের ফেইসবুক পেইজে। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মুক্তিফোরামের ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক আরাফ অনিম। অংশ নেন জাবি শিক্ষার্থী ও মুক্তিফোরামের সদস্য মাশকুর রাতুলসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা এবং অন্যান্য শিক্ষার্থীরা। নিচে তিন খন্ডে সংলাপের ভিডিও দেয়া হলো।

প্রথম অংশ

দ্বিতীয় অংশ

তৃতীয় অংশ

Share.

মুক্তিফোরাম একটি মুক্তিবাদী, বহুত্ববাদী এবং জনপন্থী সমাজ নির্মাণের লক্ষ্যে গড়ে ওঠা সংগঠিত গণমঞ্চ। এর লক্ষ্য হলো নতুন ধরণের সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক চর্চা নির্মাণ। নোংরা হিসেবে রাজনীতির যে রূপকল্প এদেশের মানুষের কাছে নির্মাণ করা হয়েছে, সেটিকে চ্যালেঞ্জ করতে চায় মুক্তিফোরাম। আবার যেসব একক আদর্শ (যেমন বামপন্থা-ডানপন্থা) বা পরিচয়ের রাজনীতি (সাম্প্রদায়িক বিদ্বেষ, জাতিবাদ) দিয়ে জনগণের সংহতি ও বৈচিত্র্য হুমকির মুখে ফেলা হয়েছে তার একটি এন্টিডোট হয়ে ওঠাও মুক্তিফোরামের প্রকল্প।

Leave A Reply