বাঁশখালী কয়লা বিদ্যুৎ প্রকল্প (এস আলম)

প্রকল্পের তথ্য

  1. বিদ্যুৎ কেন্দ্রের নাম: বাঁশখালী কয়লা বিদ্যুৎ প্রকল্প (এস আলম) চিটাগাং কয়লা বিদ্যুৎ কেন্দ্র নামেও পরিচিত
  2. স্থান: বাঁশখালী, চিটাগাং  
  3. ধারন ক্ষমতা: ১৩২০ মেগাওয়াট 
  4. জ্বালানী: কয়লা (আমদানী করে আনা হবে)
  5. প্রযুক্তি: আলট্রা সুপার ক্রিটিকাল 
  6. জমি অধিগ্রহণ: ১৭০০ একর 
  7. স্থাপনার ধরন: লাল (বাংলাদেশ পরিবেশ সংরক্ষন বিধিমালা ১৯৯৭, পরিবেশের উপর প্রভাব এবং অবস্থান অনুযায়ী শিল্প প্রকল্পের ধরন) 

নির্বাহী সংস্থা 

  1. নির্বাহী সংস্থা: এস আলম কোল পাওয়ার প্ল্যান্ট লিমিটেড  
  2. স্পন্সর: এস আলম গ্রুপ এবং পাওয়ার চায়না রিসোর্সেস
  3. বিদ্যূত কিনবেন:  বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
  4. বিনিয়োগ করবেন: পাওয়ার চায়না রিসোর্সেস
  5. ইপিসি ঠিকাদারঃ এসইপিসিও ইলেকট্রিক পাওয়ার কন্সটিটিউশন করপোরেশন ৩ (SEPCO Electric Power Constitution Corporation III) এবং চায়না এইচটিজি গ্রুপ (China HTG Group)।
  6. সাম্ভাব্যতা যাচাইঃ Qingdao Hongrui Electric Power Engineering Consulting Ltd
  7. পরিবেশগত ও সামাজিক প্রভাব সমীক্ষা (ESIA): Center for Environmental and Geographic Information Services (CEGIS)

মিডিয়া ক্লিপিং

Share.

মুক্তিফোরাম একটি মুক্তিবাদী, বহুত্ববাদী এবং জনপন্থী সমাজ নির্মাণের লক্ষ্যে গড়ে ওঠা সংগঠিত গণমঞ্চ। এর লক্ষ্য হলো নতুন ধরণের সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক চর্চা নির্মাণ। নোংরা হিসেবে রাজনীতির যে রূপকল্প এদেশের মানুষের কাছে নির্মাণ করা হয়েছে, সেটিকে চ্যালেঞ্জ করতে চায় মুক্তিফোরাম। আবার যেসব একক আদর্শ (যেমন বামপন্থা-ডানপন্থা) বা পরিচয়ের রাজনীতি (সাম্প্রদায়িক বিদ্বেষ, জাতিবাদ) দিয়ে জনগণের সংহতি ও বৈচিত্র্য হুমকির মুখে ফেলা হয়েছে তার একটি এন্টিডোট হয়ে ওঠাও মুক্তিফোরামের প্রকল্প।

Leave A Reply