Author: bithy soptorshi

সকালে যার সাথে বসে নাশতা করে এসাইনমেন্টে গেছে ফিরে এসে দেখে সে অফিসে নাই, যার সাথে এক গাড়িতে ইউনিট নিয়ে চাপাচাপি করে কাজ শেষে অফিসে ফিরেছে পরদিন থেকে সে আর অফিসে আসে না। এ নিয়ে কেউ তেমন একটা বিচলিতও নয়। কে জানে পরদিন হয়ত তার জন্যও একই পরিস্থিতি অপেক্ষা করে আছে, এটাই এখানকার কালচার। মুখ খুললেই আপনার চাকরি নাই। বলছিলাম গণমাধ্যমগুলোর কথা। পৃথিবীর সকল পেশাজীবীদের সংগঠন কর্মীদের অধিকার, সুরক্ষা নিয়ে কথা বলে। গার্মেন্টস শ্রমিকদের সংগঠনগুলো পর্যন্ত নিজেদের দাবি-দাওয়া নিয়ে সোচ্চার। ডাক্তাররা তো কর্মবিরতিও পালন করতে পারে। শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জনের উদাহরণ ভূরি ভূরি। কিন্তু এই খবরগুলোই যারা সংগ্রহ করে, কেটেকুটে পরিবেশনযোগ্য…

Read More