ফেসবুকে একজন জনপ্রিয় হুজুরকে বলতে দেখলাম, করোনা ভাইরাসে মুসলিমদের কিছুই হবে না! করোনা ভাইরাস নাকি মুসলিমদের জন্য নয়! এটা বুঝি শুধুই কাফেরদের জন্য। এ হুজুরের বক্তব্য অনুযায়ী, যেহেতু মুসলিমদের করোনা হবে না সেহেতু আমরা মুসলিমদের কোনো সচেতনতার প্রয়োজন নেই! মাহফিলে উপস্থিত থাকা হাজার হাজার জনতা ” ঠিক” বলে চিৎকার দিচ্ছে। শুধু তাই নয়, এই হুজুর দেখলাম পবিত্র মক্কা শরীফে কেন তাওয়াফ বন্ধ করে দিলো এ বিষয়ে বিশ্ব আলেমদের সমালোচনা করছেন, বিশেষ করে পবিত্র কাবা ঘরের হুজুরদের। আরেক হুজুরকে বলতে শুনলাম, ওনি নাকি করোনা ভাইরাসের সাথে কথা বলতে পারেন! ভাবতেই অবাক লাগে একজন হুজুর কিভাবে এসব কথা বলে জনগনের মধ্যে বিভ্রান্তি…
Read More