Author: Rakib Al Hasan

লেখক, এক্টিভিস্ট, ইউথ লিডার ও মেডিকেল শিক্ষার্থী।

সিসিটিভির ফুটেজে দেখলাম একজন ডাক্তারকে সবাই মিলে পিটিয়ে মেরে ফেলেছে। কথাটা যত সহজে বললাম, তারচেয়ে বেশি সহজে নিরীহ মানুষটিকে মেরে ফেলেছে হায়েনারা, বর্বর পশুর দলেরা। বনের হিংস্র পশুর পেট যখন ভরা থাকে, ক্ষুধা থাকে না তখনও সে কোনো মানুষের প্রতি এতটা হিংস্র হয়ে আক্রমণ করে না। জাতি হিসেবে এ দেশের মানুষরূপী পশুরা কতটা অসভ্য এবং ফ্রাস্টেটেড সেটা বুঝবেন তখন, যখন ডাক্তারের গায়ে অবলীলায় হাত তোলা যায়, হাত তোলাটাকে বিশাল একটা ক্রেডিটের কাজ মনে করা হয় এবং দলবল মিলে পিটিয়ে মেরে ফেলা হয়। হাসপাতালে অক্সিজেন থাকে না, দোষ ডাক্তারের। হাতপাতালের চেয়ার টেবিল ভাংগা, দোষ ডাক্তারের। হাসপাতালে শত শত রোগীকে প্রয়োজনের তুলনায়…

Read More