ইদানিং চট্টগ্রামে চারুকলার ছেলেমেয়েরা আন্দোলন শুরু করেছে কেন? জানেন? 

জনগণের টাকায় কেনা ওদের প্রাপ্য আঁকার সামগ্রী আর ওদের জন্য আসে না এখন। আঁকতে বসলে মাথার উপর বিল্ডিং এর অংশ ঝরে পরে, ওদের জন্য ব্যবহার করার মতো টয়লেট নেই, এমনকি ছেলে- মেয়েদের থাকার জন্যও পর্যাপ্ত বা কোনরকমই থাকার জায়গা নেই!

যতদূর শুনলাম, ওদেরকে সল্যুশন দেয়া হয় যে বিমের চারপাশে বসে আঁকলে ঝুঁকি প্রশমন ঘটবে। কেন এই অবান্তর সল্যুশন দিয়ে হলেও এইভাবেই এখানে ক্লাস চালাতে হবে? এই প্রশ্নের জন্ম এক দশক আগে যখন মাফিয়া শিক্ষক ও একইসাথে শিল্পীগোষ্ঠী(!), তাদের শিল্প(!) ও ব্যবসার উন্নয়ন(!) কল্পে চবির মূল ক্যাম্পাস থেকে শহরে নিয়ে আসা হয়, এবং তখন এর বিরোধীতাকারীদের একাডেমিক ও পরবর্তীতে শিল্পী হিসাবে যে ক্যারিয়ার সেটায় ধ্বংসযজ্ঞ চালানো হয়। 

যদি ফাস্ট ফরওয়ার্ড করি টু প্রেজেন্ট টাইম- এখন ছাত্ররা যখন তাদের বেসিক হিউম্যান নিডস এর প্রয়োজনে আবার প্রশ্ন করে টয়লেট কই, থাকার জায়গা কই, নিরাপত্তা কই আর ‘আমাদের পাওনা আর্ট ম্যাটেরিয়ালগুলিই বা খাইতেসে কে’? তখন গত বছরের সাস্টের মতো নানা আশ্বাসে বিশ্বাসের নাটক করে, আর সাথে সুবিধাভোগী ছাত্রগোষ্ঠী তৈরি করে এখন আপাতত চরিত্র হনন কল্পে প্রথমে হোস্টেল রেইড এবং পরে হোস্টেল ভ্যাকেন্ট করা হলো। 

আমরা সবাই কমবেশি এই দেশে মাফিয়াতন্ত্রের ভয়াবহতা সেন্স করতে পারি। জানেন কি জানিনা! জানার কথা যে যেসব একাডেমিক সেক্টর এরকম স্পেশালাইজড, সিনিয়র বড়জনরা যেখানে ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে (যেমন চিকিৎসাক্ষেত্র, এই যে শিল্পের পড়াশোনার জায়গা), সেখানে এখন বড়জনেরা জিম্মি করে রাখে । এরা এসব করছে কখনও গ্রেড, কখনো বা সুবিধা- অসুবিধা দিয়ে যাতে করে রেস্পেক্টিভ জায়গার মাফিয়াতন্ত্রের উৎস ও বিস্তার সমতালে চলতে থাকে। আর এভাবে ক্ষমতাসীনরা তাদের দৌরাত্ম টিকিয়ে রেখে যাচ্ছে।

আপাতদৃষ্টিতে আমার আপনার হয়ত মনে হচ্ছে যে আমাদের কি? কিন্তু সত্যি বলতে পুরো সিস্টেমের খুব বাইরে আপনি আমি বাস করি না। আর মাফিয়াতন্ত্রও খুব স্পেসিফিকালি স্পেশালাইজড জায়গায়ই বসে থাকে না। 

আর এতকিছু বিশ্বাস করতে হবে না। খোঁজ নিয়ে দেখেন যে নতুন এস্পায়ারিং শিল্পীদের কাছে, খোঁজ নিন ডাক্তারি সদ্য পাশ করা কয়েকজনের কাছে। অথবা চারপাশে একটু তাকিয়ে দেখেন যে শিক্ষিত শয়তানদের কতটা বিশ্বাসযোগ্য লাগে!

এতকিছু এলোমেলো করে লেখার উদ্দেশ্য কি? জানানো, এবং এটা অবশ্যই। বলতে পারেন, জেনে কি হবে? তাহলে, দেখেন কি হয়! আর একটু ঘুরে আসেন চবি চারুকলা মূল ক্যাম্পাসে প্রত্যাবর্তনের দিনলিপি ।

https://urquery.com/educations/cu-university-of-chittagong

লেখকঃ অরুণিমা তাহসান

Share.

I am an Example Writer. Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt labored et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

Leave A Reply