Author: Jasem Alom

এক সঙ্গে এর আগে এত মানুষ একই রোগে আক্রান্ত হয়েছে ইতিহাসে তার নজির বিরল, ৮ই ডিসেম্বর চীনে সর্বপ্রথম করোনা’র উপসর্গ দেখা যায়, ৩১ ডিসেম্বর WHO(World Health Organization) এর কাছে তথ্য আসে, সম্পূর্ণ নতুন বলে একে ‘নভেল করোনাভাইরাস’ কোভিড -১৯ বলা হয়। ইতিমধ্যে ‘পেশেন্ট জিরো ‘ চিহ্নিত করেছে চীনা প্রশাসন, কিন্তু এই জিরো পেশেন্ট মহিলাটিকে যদি আরো আগে চিহ্নিত করা যেত তাহলে এই ভাইরাস বিশ্বকে থাবা দিতে পারতোনা। নজিরবিহীন ঘটনা হলো ‘জিরো পেশেন্ট ‘ সুস্থ হয়েছে তবুও চীনে প্রায় চার হাজার মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু বিশ্বকে লন্ডভন্ড করছে করোনা ভাইরাস, ইতালি, যুক্তরাষ্ট্র, ও স্পেনের মতো শক্তিধর রাষ্ট্রগুলোতে সবচেয়ে বেশি মৃত্যুর হারে…

Read More