স্বচ্ছতার সেই লক্ষ্যে প্রতি ইভেন্টের পরে আমাদের আয় ব্যয়ের বিস্তারিত হিসেব আমাদের ওয়েবসাইটে তুলে ধরার কথা। সেই দায়িত্ব পূরণের লক্ষ্যে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সহায়তায় গত শনিবারে ঢাকা কলেজে অনুষ্ঠিত যুক্তিতর্ক কর্মশালার সকল আয় ব্যয়ের বিস্তারিত হিসেব তুলে ধরা হল। আয় ব্যয়ের যেকোন দিক নিয়ে যে কেউ প্রশ্ন তুলতে পারবেন এবং আমরা তার উত্তর দেবো। আয় ব্যয় নিয়ে যেকোন প্রশ্ন পাঠাতে পারেন muktiforum@gmail.com ঠিকানায়।
এই আয় ব্যয়ের হিসেবটি প্রস্তুত করেছেন মুক্তিফোরামের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আসিফ ইমরান। সহযোগিতায় ছিলেন ভারপ্রাপ্ত সাংগঠিক সম্পাদক মারুফ আহমদ, ভারপ্রাপ্ত ইভেন্ট সমন্বয়ক আসিফ আদনান ও ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক আরাফ ইবনে সাইফ।
মুক্তিফোরামের আগামী ইভেন্টসমূহের জন্য অনুদান পাঠান ০১৯৪৪৬৮৬০৮৬ (বিকাশ) এই নাম্বারে। বিদেশ থেকে অনুদান পাঠাতে এখানে ক্লিক করুন।