এদেশে বড় হুজুর আছে কিছু৷ এরা সব কিছুর উর্ধ্বে৷ এরা আইনের উর্ধ্বে, এরা ওয়াজ মাহফিলে দুই/চারটা মিথ্যা, দুইচারটা সুর ওয়ালা গান, দুই চারটা ভূয়া গল্প ফাদলেও এরা সব কিছুর উর্ধ্বে (যদিও সবাই না)৷ এর ক্ষমা চায় না ভুলের, ক্ষমা চাইলে তাদের শান -শওকত কমে যাবে৷ বড় হুজরের আবার বি পার্টি থাকে, এরা ব্যবসায়ী, সাহিত্য ব্যবসায়ী৷ এরা ইনি বিনিয়ে বৈজ্ঞানিক হয়, কতোগুলো পূরাতন বাহাস সামনে আনে কিন্তু বড়হুজুরদের মূর্খতা নিয়ে প্রতিবাদ করে না৷ কারন বড় হুজুরদের নানা টাইপ ভক্ত থাকে কেউ উচ্চ শিক্ষিত, কেউ মধ্য শিক্ষিতো৷ বড় হুজুরদের মিথ্যা নিয়ে লিখলে তাদের ব্যবসা যাবে, পুজি যাবে৷ গোবর ভরা মাথার লোকগুলোর বিরাগ ভাজন কে হয়? সময় এসেছে, এই গোঁয়াড়দের লেগটিমিসি কমানোর সমাজে এদের প্রভাব কমানোর৷
নাইলে মাইরা ধইরা খাইয়া ফেলবে৷ ওরেহ বড় হুজুরের ওয়াজ? কি সুমধুর, আমেরিকা বালা নাহ, ইসরাইল ভালা নাহ, উহু চুক্কা, টক কিন্তু বড় হুজুরের মেয়ের জামাই ডলার কামায় আমেরিকা বসে৷ বড় হুজুরে চাপাতার ব্যবসা আছে বিদেশে৷ বিভিন্ন মিশনারীর ফান্ডের টাকাও আসে হুজুরের নামে, শর্ত একটায়। রাষ্ট্রের কাঠামোয় ডিস্ট্রাব করা লোক তৈরী করো যাতে তারা সময়ে-অসময়ে রাষ্ট্রকে বিপদে ফেলতে পারে৷ ।
শীতকালে বড় হুজুরদের আনাগোনা বাড়ে৷ ইসলামের খেওদমতে হুজুরের রেট ঘন্টায় মাত্র দেড় লাখ৷ হুজুর রাষ্ট্রের বিপদে থাকে না৷ হুজুর নাকি অনাথালয় চলায়, খোজ নিলাম ডাহা মিথ্যা কথা, যেটা চালায় ওই ক্যাডেট মাদ্রাসার ইনকাম ইংলিশ মিডিয়াম থেকেও বেশি৷ তারউপর মধ্য প্রাচ্যের সুদৃষ্টি আছে (যেসব রাষ্ট্র ফান্ডিং করে তাদের রাষ্ট্রে এই ধরনের স্ট্রাকচারের মাদ্রাসা নেই কেনো সেটা জানার খুব ইচ্ছা) সোয়াব তারা নিজেরা কেনো কামাচ্ছে না? আমাকে অনেকেই এসব নিয়ে কথা বলতে নিষেধ করেন৷ নিতান্তই চোখের সামনে মিথ্যার বেশাতী বেদনা দেয়৷ আজ নাহয় কাল প্রলয় ঝড়ে সব লন্ড ভন্ড হবে৷ তখন গড়পড়তা সব ভাঙ্গবে, আমি সেই ভাঙ্গন রোধেই সমালোচনা করি৷
ইসলাম এদেশে এসেছে মধ্যযুগে, সে যুগটা নিয়ে পড়েন৷ কোন তলোয়ারেরর উপর ভর দিয়ে এদেশে ইসলাম আসে নি। ইসলাম এসেছিলো উদারতা দিয়ে, জ্ঞান দিয়ে৷ ইসলামের থেকে সেক্যুলার চিন্তা আবার কাদের? রাজা রামমোহন রায় প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় নিয়েছে৷ পৃথিবীর সবচাইতে বড় লাইব্রেরী আমাদের ছিলো৷ আমাদের শাসনে রেনেঁসা এসেছিলো৷ অথছ আজ আমরা করোনাতে ইশারা খুজি ক-কোরান, রো-রোজা, ন-নামাজ৷
এটা আমাদের ধর্মের শিক্ষা? লজ্জা করে না? হুস হয় না? মাদ্রাসার পাশাপাশি একটা ল্যাব খুলেন, একটু গবেষণা করেন৷ নাইলে সারা জীবন ইহূদী খ্রিষ্টানের বানানো ফেসবুক, মোবইল,ইন্টারনেট ইউস করে তাদের গালি দিয়ে দিন পার করবেন৷
শাহ্নেওয়াজ ফাহাদ