কিছু কিছু শুয়োরের বাচ্চার হাহাকার দেখতেসি।

মারতে মারতে মেরেই ফেলসে দেখে এত ঝামেলা। যখন আধ্মরা করে যাকে ইচ্ছা তাকে পুলিশে দিচ্ছিল, তখন কেউ টুঁ শব্দও করে নাই।

সড়ক আন্দোলনের সময় যখন এই হলেই ঢুকে গোলাম রব্বানি সিমবক্স নাটক করসে, তখন সাপোর্ট দিসে বহু শুয়োর। যখন জুনিয়র থাপড়ায় কানের পর্দা ফাটায় দেয়া পোলাপাইন এই বুয়েটেই বুক ফুলায় ঘুরে বেড়াইসে, তখন প্রশাসন নোটিশ দিসে তারা ‘anonymous’ অপরাধীদের শাস্তি দেয়ার জন্য খুজতেসে; তার এত হ্যাডম কারণ সে ছাত্রলীগের কোন সাবকমিটির রান্নাঘর বিষয়ক উপসম্পাদক।

প্রোফাইল পিকে ‘মাজল মি নট’ ফিল্টার দেয়া বহু শুয়োর, ইনায় বিনায় না, বুক ফুলায় এইসব জাস্টিফাই করসে।

এই খুনের প্ল্যাটফর্ম একদিনে তৈরি হয় নাই।

এই খুনীরা একদিনে তৈরি হয় নাই।

বিচার হবেনা- আপনিও জানেন, আমিও জানি। এই খুনীদের ক্ষমতার উৎস কী , কেন এরা এত ড্যাম কেয়ার- আপনিও জানেন, আমিও জানি। সব জেনেশুনে অযথাই ঢং করেন না।

-Ayaz Masud Sezan Sir, EEE, BUET

Share.

মুক্তিফোরাম একটি মুক্তিবাদী, বহুত্ববাদী এবং জনপন্থী সমাজ নির্মাণের লক্ষ্যে গড়ে ওঠা সংগঠিত গণমঞ্চ। এর লক্ষ্য হলো নতুন ধরণের সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক চর্চা নির্মাণ। নোংরা হিসেবে রাজনীতির যে রূপকল্প এদেশের মানুষের কাছে নির্মাণ করা হয়েছে, সেটিকে চ্যালেঞ্জ করতে চায় মুক্তিফোরাম। আবার যেসব একক আদর্শ (যেমন বামপন্থা-ডানপন্থা) বা পরিচয়ের রাজনীতি (সাম্প্রদায়িক বিদ্বেষ, জাতিবাদ) দিয়ে জনগণের সংহতি ও বৈচিত্র্য হুমকির মুখে ফেলা হয়েছে তার একটি এন্টিডোট হয়ে ওঠাও মুক্তিফোরামের প্রকল্প।

Leave A Reply