প্রশ্নঃ দেশ থেকে কি পাচ্ছেন তা না ভেবে দেশকে কী দিচ্ছেন?
– কর দিই। মাথার ঘাম পায়ে ফেলে, রক্ত পানি করে কামানো টাকা থেকে কর দিয়ে যাই নিয়মিত। করের হার বাড়ে বছরের পর বছর তবুও সেই কর দিতে এক মূহুর্ত ও দেরি করি নাহ।
কোনোভাবে ফাকি দেয়ার চিন্তা করি না। কোনোভাবে কারো হক মেরে খেয়ে বেচে থাকার চিন্তা করি না। দেশের হক কর, সেটা আদায় করি ঠিকমতো।
বড় বড় রাঘব বোয়ালদের মতো তো কর ফাকি দেয়ার চিন্তা স্বপ্নেও দেখতে পাই না।
আর কি দেবো আমরা?
আমরা সাধারণ মানুষ। সিংহাসনে কে বসে আছেন না কে নেই, সেটা নিয়ে আমাদের তো কোনো মাথাব্যথা নেই। আমরা আমাদের যেটা দায়িত্ব সেটা তো পালন করছি ঠিকভাবে। আমার হক বা আমার যেটা প্রাপ্য সেটা আমাকে ঠিকঠাক বুঝিয়ে দিলেই তো হলো! ল্যাটা চুকে যাই সব। না, পারলে কি আমার কিছু বলার নেই কিন্তু আমাদের দায়িত্ব আমরা ঠিকই পালন করে যাবো!
বহিঃশত্রু দেশ আক্রমণ করলে প্রাণ বাজি রাখতে এক মূহুর্তও দেরি করবো নাহ! আর, কি চাই! আমার ছোট্ট মাথায় চিন্তাটা আসে নাহ!
লেখাঃ R-X