দেশের মানুষ ও দেশ আজ করোনার কবলে পরে চরম ভাবে বিপদগ্রস্থ । অনেকের দুই বেলা খাবার জুটছে না, বাঁচতে হচ্ছে খুব কষ্টে । ঠিক এই সময়ে চোখে পরছে দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান গুলোর অমানবিকতা। শিক্ষা জাতির মেরূদন্ড, একটি জাতির যোগ্যতা যাচাইয়ে শিক্ষার গুরুত্ব অনেক। দেশের শীর্ষ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা সত্বেও তারা এই তিন মাসের বেতন দাবি করছেন আর এই বেতনের তালিকায় বিদ্যুৎ বিল, কম্পিউটার ল্যাব ফি , এক্সাম ফি , বাস ফি সহ আরো অনেক ধরনের ফি। সব মিলিয়ে টাকার অংকটা ভালোই বড়ো হয়ে যায়। এই বেতন দিতে ব্যার্থ হলে আবার নতুন করে রি-এডমিশন নিতে হবে ছাত্র ছাত্রীদের।…
Read More