ফেবু সমাচারBy MuktiforumFebruary 14, 2020 মানুষের প্রাত্যহিক জীবনের একটা বড় অংশ যদি ফেসবুক গিলে নেয় তাহলে ভবিষ্যতের দিনগুলো নিয়ে ভাবার সময় এখনি। কেউ আর পাহাড়ে যায়না, কেউ সমুদ্রে যেতে চায়না, কেউ নিয়ম করে হাঁটতে যায়না। কেউ বই পড়ছে না আমার তো মনে হয় যাদুঘরে এরপর বইয়ের ঠাঁই হবে।