আজব দেশে চলছে আজকে নতুন নতুন ইস্যু
ইস্যুর তলে ইস্যু চাপায়, যায়না বুঝা কিছু।
কি হয়েছে কি হয়েছে? কান নিয়েছে চিলে
না বুঝে তাই চিলের পিছে ছুটছে সবাই মিলে।
দেশের ভিতর সকাল বিকাল ঘটছে কত রঙ্গ
যায়না বুঝা কে যে কখন দেয় যে রণে ভঙ্গ।
কথার উপর কথা জমায় দেখায় চাপার জোর
উল্টা কিছু বললে তুমি দেখবেনা আর ভোর।
রাতেই তোমার হিসাব খতম লাশটা রবে পড়ে
সকালবেলা লাশটা তোমার পৌঁছে দেবে ঘরে!
তনু, মিতু মরে গেলে গরম রাজ্য খানি
দুদিন পরেই নতুন ইস্যু, আবার তলায় জানি!
গাড়ি চাপায় ছাত্র মরে রাজপথ হয় উথাল
নতুন ইস্যু আসলে আবার সবাই তাতে মাতাল!
আজকে কোথাও খুন হয়েছে নতুন কোনো হনু
কালকে কারোর ক্রসফায়ারে হাসবি তোরাই মনু।
কল্লাকাটার গুজব তুলে পিটিয়ে মাকে মেরে
তারাই আবার তুবার জন্য আহাজারি করে!
নম্র শহর ঢাকা এখন জুয়ার আসর হলো
দেশের মানুষ হাজার-কোটির ক্যাসিনো ডন পেলো।
নেতা খ্যাতা কাউকে আজি হয়না দেওয়া ছাড়
দেখলো জাতি পঁইচা গেছে দেশের মজ্জা হাড়!
দ্রব্যমূল্য আকাশ পানে–সিন্ডিকেটের জোরে
দেশের মানুষ অভাবে তাই না খেয়ে আজ মরে।
পুঁজিবাদী শোষক ওরা সবই ওদের হাতে
হাতে মারা যাবেনা, তাই মারবে তোদের ভাতে!
দেশের স্বার্থ বিলিয়ে দিতে হচ্ছে কত ফন্দি
এসব ঢাকতে আমজনতার স্বাধীনতা বন্দী।
তবুও যদি বলো কথা আনতে নতুন ইস্যু
তুমি মরে যাবে তবু হবেনা দেশের কিছু।
আবু সাঈদ খুশি একজন কবি ও কলামিস্ট। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী