দুঃসময়
সুমাইয়া কাজী।
দিতে হবে পাড়ি বিষাক্ত এই নির্ঝরিনী,
স্রষ্টা তুমি দেও মোদের প্রকাণ্ড এক তরুণী।
সাথে দিও যথেষ্ট পরিমাণে অক্সিজেন,
আর দিও দাড় বাওয়ার সামর্থ্য জ্ঞান।
দূষ্কর্মে এখানের বাতাস হয়েছে বিনাশ,
রাজ্যের রাজ্যপাল নিকৃষ্টের কৃতদাস।
পুরো জাতি ভুগছে সীমাহীন ধৈর্য্য নামের রোগে,
ভেঙে গেছে বাঁধ; তবুও বলতে হবে আছি বেশ সুখে।
নীতি হীন রাজা করে রাজনীতি,
বিজয় হয় তাদের দূর্নীতি;
মুখ খুললে দেখায় ভয় ভীতি,
হেতু হবে যে পতন;
উড়ছে দাসত্বের কেতন।
দরিদ্র জাতি করেছিলো সমর,এনেছিলো স্বাধীনতা,
আজকে তারা করুনার অধীন,দৈন্য মানবতা।
জাতি আজ বিরক্ত পেয়ে অপটু মহিষী,
তবুও হুকুম; মানতে হবে তাকে মহান তপস্বী।
পুরো দেশ আজ তার কুলুষে ভয়ংকর তটিনী,
দিতে হবে পাড়ি বিষাক্ত এই নির্ঝরিনী।।
1 Comment
Awesome post! Keep up the great work! 🙂