স্বৈরাচারের যাঁতায় পড়ে হারাইছি আজ কথা
ওরাই আবার চিল্লায়–দিছে কথার স্বাধীনতা,
বলতে কথা তবুও আমার লাগছে গো অনুমতি
স্বৈরাচারী দিচ্ছে বেঁধে আমার চলার গতি!
সত্য বলতে আজ জনতার আত্মা ভয়ে কাঁপে
কখন কোথায় কোন হারামী মারবে দাঁয়ের কোপে,
লিখবে ভেবে ধরলে কলম দিচ্ছে ভেঙ্গে সেটা
ভোর হলে আর ধড় পাবেনা–লাশের কল্লা কাটা!
দেশের ভিতর যাচ্ছে ঘটে হাজার অসঙ্গতি
স্বৈরাচারী দিচ্ছে বলে আমজনতার মতি,
দেখবে সবাই বলবেনা কেউ হচ্ছেটা কি তবে
বলার সাহস করলে তুমি রইবেনা আর ভবে!
মিছিল মিটিং করবে তুমি বলতে দেশের কথা
এত সাহস কোথায় পেলে কয়টা তোমার মাথা?
চলছে যেমন চলুক না ভাই, লাফাও কেন তবে
মুখটা বন্ধ রাখলে তবে বাঁচার সুখটা পাবে।
যাচ্ছে যেমন জীবন তোমার–বাঁচছো খেয়ে পরে
স্বাধীনতার কি প্রয়োজন? মুখ বুজে রও পড়ে,
এটাই তো আজ চলছে দেশে, চলতেই তবে দাও
আওড়ে বুলি উন্নয়নের উল্লাসে হারাও!
দেশটা তলায় রসাতলে, তোমার কিসের ব্যথা?
মিথ্যে সুখে রইলে বেঁচে–এটাই স্বাধীনতা!
লেখকঃ আবু সাঈদ (খুশি) একজন কবি ও কলামিস্ট। তিনি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছেন