কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি বন্ধ করুন, মুক্তিযুদ্ধকে আপনারা হাসিঠাট্টার পর্যায়ে টেনে নিয়ে এসেছেন। ভারত ও ভারতের জনগণের জন্য বাংলাদেশের মানুষের কোন অশ্রদ্ধা বা বিরোধ নেই, মুক্তিযুদ্ধে ভারতের অবদান স্বিকারে কোন কৃপণতা ও অস্বস্তি নেই। তবে দীর্ঘদিন ধরে সীমান্তে যেভাবে বাংলাদেশের নাগরিকেদের অকারনে হত্যা করছে ভারতের বিএসএফ, তাতে দিন দিন এদেশের মানুষ ক্ষুব্ধ। আর মোদি একজন সাম্প্রদায়িক উগ্রবাদী। তাই সারা দেশের মানুষের একটাই ভাবনা একজন দাঙ্গাবাজ সাম্প্রদায়িক নেতা কি করে ১৯৭১ এ অসাম্প্রদায়িকতার শপথে জন্ম নেয়া বাংলাদেশের কোন রাষ্ট্রিয় অনুষ্ঠানে আসে?