পৃথিবীর প্রথম এবং একমাত্র দেশ হিসেবে আমরা সবচেয়ে কম সময়ে করোনা খেদানোর বিশ্ব রেকর্ড এর একেবারে দ্বারপ্রান্তে।
আসেন একটু জাইনা নেই, এই দ্রততম সময়ে করোনা খেদানোর রহস্যটা কি ?
একটা সাধারণ ছুটি ঘোষণা কইরে সরকার প্রথমে কামলা আর গরিব গুলারে ঢাকা থেইকা ভাগাইসে, এরপর রাস্তায় নামাইসে সেনাবাহিনী।
বাঙালী পুলিশের সাথে যতই চুদুরবুদুর করুক, মাগার সেনাবাহিনীর সামনে গেলে মুখ দিয়া কথা বাইর হয় না। এক্কেরে রাস্তায় নামলেই ডান্ডা দিয়া বাইরাইয়া কোমড় ব্যাকা কইরে দিসে, ওইডা দেইখা আবার বিসিএস অফিসার রা চিন্তা করসে, আমরা কি দোষ করসি? আমরাও পিডামু, নাইলে কানে ধরামু।
জিনিসটা হেব্বি মজার জিনিস।
যাউক গা, সেনাবাহিনী, পুলিশ আর প্রশাসন তো জনগন পিডাইয়া করোনা আধমরা কইরাই ফেলসে, এখন চান্দু যাইবো কই? দেখসেন?
গত ২ দিনে কোনো করোনা রোগী পাওয়া যায় নাই, এর মানে হইলো গিয়া ৪ তারিখে আমাদের দেশ করোনামুক্ত ঘোষিত হইবার পারে৷ এখন আসেন, আমাদের করোনা এত কম টাইমে যে খেদান যাইতেসে, এইটা দিয়া আমাদের এচিভমেন্ট কি?
আমি শিওর, আমাদের স্বাস্থ্যমন্ত্রীরে নিয়া ইটালি, স্পেন আর এমেরিকা টানাটানি লাগায় দিবো, বেডারে নোবেল পুরস্কারও দিতে পারে, আমাদের চিকিৎসা ব্যবস্থা যে ইটালি, এমেরিকার থেইকাও উন্নত এইটা নিয়া যারা এতদিন ডাউট করতো এরা যে রাজাকার আর স্বাধীনতা বিরোধী অপশক্তি এইটা আবারও প্রমাণ হইবো৷ ঘরের থেকে বাইর হইয়েন না ঘোষণা না দিলে, করোনা গেলে হাওয়াই ফূটাইয়া ফুর্তি কইরেন।
আমরা বিশ্ব রেকর্ড করতে যাইতেসি, বলেন জয় বাংলা ।