আমরা ঠিক কতটা মানবিক একটা রাষ্ট্রে বসবাস করি বলতে পারেন?
এই রাষ্ট্রে, রাষ্ট্রীয় প্রনোদনায় চোর পালন করা হয় জানেন? চাল চোর!
একটা দল ৩য় মেয়াদে ক্ষমতায় থাকার পরেও একটা ইতর প্রজাতির মন্ত্রীসভা নিয়ে দেশ চালাচ্ছে, ইংরেজি সাহিত্যে পড়া একজন হচ্ছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী। পাবলিক হেলথ নিয়ে যার বিন্দুমাত্র আইডিয়া নাই৷
যাক গে, উনাকে নিয়ে বেশি কথা বাড়াবো না৷
আসেন মানবিকতা নিয়ে কিছু কথা বলি।
এই মহামারীর সময়ে আমরা ব্যাস্ত চাল চোর ধরতে, গণমানুষের ত্রানের চাল যেই শুয়োরের বাচ্চারা চুরি করতেসে, এদের রাজনৈতিক পরিচয় দেখলেই একটা নষ্ট রাষ্ট্রযন্ত্রের উলঙ্গ দেহ সামনে ভেসে আসে। এদের দায়ভার কেনো রাজনৈতিক দল বহন করবে না? এরা একটা ডিফেন্স ম্যাকানিজম সেট করে নিয়েছে নিজেদের জন্য, সেটা হচ্ছে “আপা দেশের মানুষের ভালো চায়, কিন্তু তার আশেপাশের সব চাটার দল সব শেষ করে দিচ্ছে ” ওরে শুয়োরের বাচ্চারা আর কত মিথ্যা কথা বলবি?সারাদিন পাকিস্তানরে যে গালি দেস? তুই কি ওদের মতো মানবিক হইতে পারসিস নিজের দেশের মানুষের প্রতি? পারোস নাই।
এই মহামারীর সময়ে তোরা গরিব মানুষের পেটের ভাত কেড়ে নিচ্ছিস। তোরা কি ভাবসিস এই ভুখা নাঙ্গা মানুষের প্রতিবাদ করার শক্তি নাই? আছে, অবশ্যই আছে।
মানবতার মা বলেছে, সব চাল চোরদের দেখে নেওয়া হবে, আরে ভাই আপনার ক্ষমতার খুটিই তো এই চালচোর, ডাল চোরদের দল। আপনি করবেন তাদের বিচার? আর কত তামাশা করবেন আমাদের নিয়ে? কতগুলো ইডিয়ট আর কমেডিয়ান নিয়ে দেশ পরিচালনা করতেসেন এই নগ্ন দশা ঢাকবেন? নাকি মহামারী সামাল দিবেন?
লকডাউন লকডাউন গেইম খেলা শুরু করসেন, ওই গণমানুষের খাবার দিসেন? আপনার রাষ্ট্রে ক্ষুধার জন্য ১০ বছরের শিশু আত্নহত্যা করেছে। এইটার বিচার হবে না কোনোদিন। কে করবে বিচার? পরকালে কি জবাব দিবেন? চিন্তা করেছেন?
ভুখা নাঙ্গারা বিপ্লব করবে সবকিছুর বিচার। ভাত দেন ওদের, নাইলে ওরা আপনার গদি খেয়ে নিবে৷