Browsing: সম্পাদকীয়

ইউরোপীয়রা আমাদের থেকে অনেক উন্নত। কিন্তু সেটা এই কারনে না যে তারা লুঙ্গির বদলে প্যান্ট পরে, অথবা এই কারনেও না যে তারা হাত দিয়ে খাবার না খেয়ে চামচ দিয়ে খায়। তারা উন্নত তাদের সরকার ব্যবস্থার কারনে, তাদের গণতন্ত্রের কারণে, তাদের গুড গভর্নেন্সের কারনে।

কোন এক অজানা কারণে আমারা মানে বাংলাদেশীরা এক অদ্ভুত রোগ আক্রান্ত হয়ে পড়েছি। আমরা খুব…

আপনি, জ্বী, ভোট বঞ্চিত, বাকস্বাধীনতাবিহীন, স্মগে আচ্ছন্ন, মশারীর ভেতরে বসে থাকা আপনিই দেশের প্রতি নিজের দ্বায়ীত্ব অবহেলা করছেন। এখন নিন এই নীল পিলটি খেয়ে পাঁচবার বলুন “আমাদের জিডিপি এইট পার্সেন্ট”।

একটি ধর্মীয় এক্সট্রিমিস্ট দল যেভাবে সন্ত্রাসী তৈরী করে, আমাদের সরকার ঠিক একই পদ্ধতিতে সাধারণ ছাত্রদের নিয়ে পাশবিক নৃশংস দানব তৈরী করছে বছরের পর বছর। একজন সুস্থ মানুষ কিভাবে একজন দৃষ্টি-প্রতিবন্ধী সহপাঠীকে ধাক্কা দেয়ার অপরাধে এলোপাথাড়ি মারতে পারে? সে মারতে পারে কারণ সেই প্রিসন এক্সপেরিমেন্টের পাহারাদারদের মতো সে তার অবস্থানকে পুরোপুরি ধারণ করে নিয়েছে। সে জানে যে মারতে পারে কারণ তাকে ধাক্কা দেয়ার সাহস একজন সাধারণ ছাত্রের হয় কিভাবে, হোক না হয় সে দৃষ্টি-প্রতিবন্ধী? এখন বিবেচনার বিষয় এটাই যে আমরা কি আদৌ আমাদের কয়েদীর বেশ পূর্ণ ভাবে ধারণ করে নিয়েছি, নাকি প্রতিবাদের শক্তি এখনো কিছু বাকি আছে? এভাবে আর কতদিন?