Browsing: মতামত

টাকাচোরদের কাহিনী কানাডার প্রাদেশিক পার্লামেন্টে উঠছে! কানাডায় ইতিহাস সৃষ্টিকারী প্রথম বাংলাদেশী মেয়ে ডলি’র মাধ্যমেই ঘটতে যাচ্ছে আরেকটি যুগান্তকারী ঘটনা। সামাজিক এ আন্দোলন গড়াতে চলেছে আইন ও প্রাতিষ্ঠানিক ধারায়।

মানুষের প্রাত্যহিক জীবনের একটা বড় অংশ যদি ফেসবুক গিলে নেয় তাহলে ভবিষ্যতের দিনগুলো নিয়ে ভাবার সময় এখনি। কেউ আর পাহাড়ে যায়না, কেউ সমুদ্রে যেতে চায়না, কেউ নিয়ম করে হাঁটতে যায়না। কেউ বই পড়ছে না আমার তো মনে হয় যাদুঘরে এরপর বইয়ের ঠাঁই হবে।

আমাদের কিশোর বিদ্রোহের সময়ে। মানুষ বাচ্চাদের ভাষা নিয়ে শালীনতার প্রশ্ন করেছিলো ঠিক, কিন্তু এর পিছনের রাগের কন্টেক্সটটা আর দেখেনাই। কোটা সংস্কার আন্দোলনের “আমি রাজাকার” দেখেছে, কিন্তু তার পেছনের কনস্টান্ট লেবেল মারার রাজনীতি আর তার দোহাইয়ে পেটানোর, জেলে পোরার কালচারটা আর দেখেনাই।

সাংবাদিক মুন্নি সাহা আপনি কি বলতে পারবেন এই দেশের তরুণ প্রজন্মের সাংবাদিকেরা আপনার কাছ থেকে কি শিক্ষা নিবে বা আপনি তরুণ প্রজন্মের সাংবাদিকদের জন্য কি মেসেজ রেখে যাবেন? আমি জানি আপনার মতো সাংবাদিকের কাছে এই তরুণ প্রজন্মের সাংবাদিকরা কখনো কিছুই আশা করবে না তবুও তারা চায় এই দেশের গণমাধ্যম মানুষের কথা বলুক। আমি বিশ্বাস করি তরুণ প্রজন্মের ছেলে মেয়েগুলো টাকার জন্য সাংবাদিকতা করে না তারা এই পেশাটা বুকে ধারণ করে।

সদ্য হয়ে যাওয়া ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচিত মেয়রগণের প্রাপ্ত ভোট অনুযায়ী তারা যথাক্রমে ৮৫.১৬ এবং ৮২.৭০ শতাংশ মানুষের সমর্থন পাননি! আর যারা প্রকৃত সমর্থক তারা কখনো ভোট না দিয়ে ঘরে বসে থাকেনা।

দেশকে ভালবাসতে হলে রাজনীতি করতে হয় না। শুধু নিজের বিবেক আর বুদ্ধিকে কাজে লাগাতে হয়।প্রতিবাদ করুক। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন আপনি কিংবা আপনারা দেশের এবং দশের ক্ষতি করছেন। জবাব দিহিতার পরিবেশ তৈরি করুন।

জন্মের সময় গণতান্ত্রিক দল হইলেও এখন আওয়ামী লীগ একটি পারিবারিক রাজতন্ত্র, যা আধুনিক সামন্ততান্ত্রিক বিভিন্ন শক্তিশালী প্রতিষ্ঠান- যারা দেশের কলম ও বন্দুকের ক্ষমতা এবং সিংহভাগ সম্পদের সঞ্চালন ধারণ করে- প্রশাসন, পুলিশ, ব্যবসায়ী এলিট গোষ্ঠী, সশস্ত্র বাহিনী- এদের সাথে সম্পদ ভোগের সুযোগ ভাগাভাগি করে শাসন চালাচ্ছে। আর সাথে নিজ পার্টির তৃণমূল মাফিয়া কর্মীবাহিনী। ঠিক তিন-চারশো বছর আগের রাজতন্ত্রের মত, যেখানে সম্রাট সুবাদার, মনসবদার, জায়গীরদারদের দিয়ে নিজের ক্ষমতা কাঠামো গড়ে তুলতেন, টিকিয়ে রাখতেন। এই কাঠামোতে জনমানুষের একমাত্র কাজ খাজনা দেয়া…