লা সারিকা লা হু
আল্লা মুখ তুইল্যা তাকাইসে
আমার ছেলে হইসে ছাত্রলীগ নেতা
কত্ত লাত্থি জুত্তা মাইরা ওরে মানুষ করসি
খোদা ওরে লাত্থি জুত্তা মারার শক্তি দিসে
সোনার বাংলায় ও আমার সিমেন্টের ছেলে
বুক বেঁধে দিয়েছে মোজাইক পাথরে
মুখ তুলে দিয়েছে তাল গাছের উপরে
লোহার ওপর লোহা রেখে লোহা মারে লোহা দিয়ে
আল্লা মুখ তুইল্যা তাকাইসে
ছেলে আমার ছাত্রলীগ নেতা
ওর টাকার কাছে আমাদের পাড়ার বটগাছের পাতা কিছুই না
ওর চোখের ভেতর সাঁতার কাটে পাথরের বোয়াল মাছ.
ও একটা নদী কিনেছে,
ওর ইশারায় উত্তর হয়েছে দক্ষিন, পূর্ব হয়েছে পশ্চিম
আল্লা আমার দিকে চোখ তুইল্যা তাকাইসে
আমার ছেলে হইসে ছাত্রলীগ নেতা
আমার জায়নামাজ থেকে টু পারসেন্ট দোয়া কবুল হইসে
আমার কবর থেকে ম্যানেজ হইসে শীতের শেয়াল
আমাকে তোমরা কি মনে কর?
আমার ছেলে তার মাকে বিক্রি করে উড়ে বসন্ত হাওয়ায়
আল্লা মুখ তুইল্যা তাকাইসে
বাংলা পতাকা মুখ নিচু কইরা উড়তাসে
লিখেছেনঃ জুয়েল মুস্তাফিজ