স্বৈর সকালে চুমু খাওয়া বিপ্লবী

ঠোঁটে ঠোঁট রাখো; ছুঁড়ে ফেলো হাতকড়া

স্বৈর দুপুরে হাতে রাখা হাত দ্রোহ

করতল করো মুঠো, তোলো দুই হাত

স্বৈর গোধূলী স্লোগান স্লোগানে ভারী

গলা ছেড়ে করো চিৎকার, তোলো দাবি

স্বৈর নিশিথে খোলবদলের গানে

সুরে-তালে-লয়ে ভাঙ্গো টোপাজের হাত

স্বৈরাচারের দিনে-রাতে-সাঁঝে প্রেমে

স্বৈরাচারের ভীম মসনদ কাঁপে

মুঠো হাতে উচু গলাতে কাঁপানো ঠোঁটে

ছেঁঁড়ো স্বৈরতা শরীরের উত্তাপে

অনুপম দেবাশীষ রায়

পান্থপথ, ঢাকা

৭ অগাস্ট, ২০১৯

Share.

মুক্তিফোরাম একটি মুক্তিবাদী, বহুত্ববাদী এবং জনপন্থী সমাজ নির্মাণের লক্ষ্যে গড়ে ওঠা সংগঠিত গণমঞ্চ। এর লক্ষ্য হলো নতুন ধরণের সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক চর্চা নির্মাণ। নোংরা হিসেবে রাজনীতির যে রূপকল্প এদেশের মানুষের কাছে নির্মাণ করা হয়েছে, সেটিকে চ্যালেঞ্জ করতে চায় মুক্তিফোরাম। আবার যেসব একক আদর্শ (যেমন বামপন্থা-ডানপন্থা) বা পরিচয়ের রাজনীতি (সাম্প্রদায়িক বিদ্বেষ, জাতিবাদ) দিয়ে জনগণের সংহতি ও বৈচিত্র্য হুমকির মুখে ফেলা হয়েছে তার একটি এন্টিডোট হয়ে ওঠাও মুক্তিফোরামের প্রকল্প।

Leave A Reply