What's Hot

    শতেক বছর যুদ্ধ শেষে বৃটিশ গেলো ফেরত ঘর
    রাইখা গেলো পোষমানানো খয়েরী সাহেব দেশের পর
    যে রাজাতেই মুকুট পরুক-দেশের মালিক বুরোক্রেট
    দেশের মানুষ না খাক, মরুক-উচ্চ সদা তাদের পেট
    যতই তারা গাড্ডা মারুক-মাইনে মাসিক বান্ধা তার 
    সবকিছু ভাই বদলে গেলো-আমলার হিসেব মান্ধাতার
    বৃটিশ রানীর লোভের দালাল করতো যেমন লাক্সারী
    ঠিক তেমনই আজও তাদের ঘরবাড়ি সব সরকারী 
    তখন তাদের পুষতো রানী-এখন পোষে কামলারা 
    তাদের দেয়া পয়সা চুষে ঢোল হয়েছে আমলারা
    অথচ যার টাকায় চলে-যাদের সেবার চাকরি তার
    তাদের যখন খুব প্রয়োজন-আমলা তখন নির্বিকার
    ভাবটা এমন-আমলা বাদে তুচ্ছ ওরা কামলা সব
    দেশটা ভরা অশিক্ষিতে-শিক্ষিতরা আমলা সব।

    বুঝছি-তোমার ওজন অনেক-হইসো তুমি বং-সাহেব
    আমজনতার করলে সেবা রয়না তোমার ঢং-সাহেব
    আমলা তুমি হইসো দারুণ-চকচকে শান ঊর্দিতে
    চাইলে তুমি হাঁকাও গাড়ি রাস্তাঘাটে ভুলদিকে
    আজকে তুমি দেশের রাজা-গদি তোমার কাঁধের পর
    যখন গদি পড়বে ভেঙ্গে-ভর করবে কাদের পর?
    আচ্ছা-নাহয় ফুর্তি করো শেষ যতদিন আহ্লাদের
    আর বেশিদিন নেইতো বাকি-আসবে বিকেল কামলাদের..

    অনুপম দেবাশীষ রায়
    বৃত্তবাড়ি, শুভ্রচিঠি
    ভার্জিনিয়া
    ১২/১৮/২০১৭

    Share.

    মুক্তিফোরাম একটি মুক্তিবাদী, বহুত্ববাদী এবং জনপন্থী সমাজ নির্মাণের লক্ষ্যে গড়ে ওঠা সংগঠিত গণমঞ্চ। এর লক্ষ্য হলো নতুন ধরণের সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক চর্চা নির্মাণ। নোংরা হিসেবে রাজনীতির যে রূপকল্প এদেশের মানুষের কাছে নির্মাণ করা হয়েছে, সেটিকে চ্যালেঞ্জ করতে চায় মুক্তিফোরাম। আবার যেসব একক আদর্শ (যেমন বামপন্থা-ডানপন্থা) বা পরিচয়ের রাজনীতি (সাম্প্রদায়িক বিদ্বেষ, জাতিবাদ) দিয়ে জনগণের সংহতি ও বৈচিত্র্য হুমকির মুখে ফেলা হয়েছে তার একটি এন্টিডোট হয়ে ওঠাও মুক্তিফোরামের প্রকল্প।

    Leave A Reply