Illustration: BEN JENNINGS

অনেকদূর চলে আসার পর
আপনি বুঝতে পারলেন
ভুল রাস্তায় এসেছেন
ভুল মানুষের সাথে
ভুল স্বপ্ন দেখে
ভুল করে
ভুল।

এবার
যদি আপনি
ফিরে যেতে চান
প্রত্যাবর্তনের লজ্জা নিয়ে
আকাশগঙ্গার নিচে নিঃসঙ্গ মানুষ
আপনাকে অনেকদূর যেতে হবে একা একা একা।

মানুষ মূলত এক শরণার্থী
সারাটা জীবন পথে পথে
ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেলে
কবরে এসে ঘুমিয়ে পড়ে।

Share.

মুক্তিফোরাম একটি মুক্তিবাদী, বহুত্ববাদী এবং জনপন্থী সমাজ নির্মাণের লক্ষ্যে গড়ে ওঠা সংগঠিত গণমঞ্চ। এর লক্ষ্য হলো নতুন ধরণের সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক চর্চা নির্মাণ। নোংরা হিসেবে রাজনীতির যে রূপকল্প এদেশের মানুষের কাছে নির্মাণ করা হয়েছে, সেটিকে চ্যালেঞ্জ করতে চায় মুক্তিফোরাম। আবার যেসব একক আদর্শ (যেমন বামপন্থা-ডানপন্থা) বা পরিচয়ের রাজনীতি (সাম্প্রদায়িক বিদ্বেষ, জাতিবাদ) দিয়ে জনগণের সংহতি ও বৈচিত্র্য হুমকির মুখে ফেলা হয়েছে তার একটি এন্টিডোট হয়ে ওঠাও মুক্তিফোরামের প্রকল্প।

Leave A Reply