What's Hot

    আবরার ফাহাদের খুনি শুধুমাত্র ছাত্রলীগের ওই কয়েকটা কুলাঙ্গারই নয়!
    আজকের এই কুলাঙ্গার গুলাও তো নিঃসন্দেহে এই দেশের শ্রেষ্ঠ মেধাবী সন্তান।
    তাহলে কিভাবে, কাদের দেখানো পথে, কাদের আশ্রয়ে প্রশ্রয়ে প্ররোচনায় ওদের আজকের এই হিংস্রতা??

    এই হিংস্রতা একদিনে তৈরী হয়নি।
    আবরার হত্যার পটভূমি তৈরী করেছে আমাদের দেশের এই নোংরা রাজনীতি আর এর দোসররা।
    সবার ওপরে #দায়ী এই ক্ষমতালোভী অনৈতিক সরকার।
    #দায়ী অথর্ব আর নিথর অন্যান্য সকল রাজনৈতিক দল (এরাও ক্ষমতালোভী)।
    #দায়ী চাটুকারিতায় নিমগ্ন নির্লজ্জ সুশীল নামধারী সিভিল সোসাইটি যারা নিজেদেরকে বুদ্ধিজীবী দাবী করে।
    #দায়ী এই দলবাজ দালাল ঘুষখোর হালুয়া রুটির বন্টন করে খাওয়া সাংবাদিক সমাজ আর আর মিডিয়ার মালিকেরা।
    #দায়ী দলকানা চাটুকার প্রশাসন।
    #দায়ী গা বাচিঁয়ে চলা সকল স্তরের তোষামোদি সেলিব্রেটি গুলা।
    #দায়ী নিজ নিজ ধর্ম / দল/ গোষ্ঠীর যেকোনো কর্মকাণ্ডে সহমত পোষণকারী আর সাফাই গায়েন কীট গুলা।
    #দায়ী আমার আপনার মতো ভোদাই জনগণ নামের অসহায় অক্ষম নিশ্চুপ জানোয়ার গুলা।

    এই জন্যই বলি “কে করবে বিচার?” “কার কাছে চাইবেন বিচার?”

    বিচার চেয়ে লজ্জা দেয়ার দিন শেষ কারণ ওদের লজ্জা নেই।

    তাই বলছি, বিচার চেয়ে লজ্জা পাইতে যেয়েন না, কারণ আপনার অন্তত এই লজ্জা নামক জিনিসটা আছে।

    #আবরার_ফাহাদ একজন স্বাধীনচেতা সাহসী নিরেট দেশপ্রেমিক বাংলাদেশির নাম।

    তোর মা বাবা কেমনে সইবে তোকে এভাবে হারানোর ব্যাথা সেই হিসাব মিলাইতে পারতাছি না আবরার!

    মাফ করিস না ভাই আমাদেরকে।

    লেখকঃ আফজাল হাসান

    Share.

    মুক্তিফোরাম একটি মুক্তিবাদী, বহুত্ববাদী এবং জনপন্থী সমাজ নির্মাণের লক্ষ্যে গড়ে ওঠা সংগঠিত গণমঞ্চ। এর লক্ষ্য হলো নতুন ধরণের সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক চর্চা নির্মাণ। নোংরা হিসেবে রাজনীতির যে রূপকল্প এদেশের মানুষের কাছে নির্মাণ করা হয়েছে, সেটিকে চ্যালেঞ্জ করতে চায় মুক্তিফোরাম। আবার যেসব একক আদর্শ (যেমন বামপন্থা-ডানপন্থা) বা পরিচয়ের রাজনীতি (সাম্প্রদায়িক বিদ্বেষ, জাতিবাদ) দিয়ে জনগণের সংহতি ও বৈচিত্র্য হুমকির মুখে ফেলা হয়েছে তার একটি এন্টিডোট হয়ে ওঠাও মুক্তিফোরামের প্রকল্প।

    Leave A Reply